ঢাকা, মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

প্রথম টেস্টেও বাবরকে পাবে না পাকিস্তান

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর অনুশীলনে বুড়ো আঙুলে চোট পেয়ে ছিটকে যান বাবর আজম। ধারণা করা হচ্ছিল, টেস্ট সিরিজের শুরু থেকেই তাকে পাবে পাকিস্তান। তবে সুসংবাদ দিতে পারলেন না পাক দলের অধিনায়ক। প্রথম টেস্ট খেলা হচ্ছে না তার। সঙ্গে ইমাম-উল-হককেও সিরিজের প্রথম টেস্টে পাবে না সফরকারিরা। ২৬ ডিসেম্বর ওয়েলিংটনে শুরু হবে বক্সিং ডে টেস্ট।


বাবর না থাকায় টেস্টে দলকে নেতৃত্ব দেবেন মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তান জাতীয় দলের ৩৩তম টেস্ট অধিনায়ক হতে চলেছেন রিজওয়ান। বাবর এবং ইমাম বাদ পড়ায় প্রথম টেস্টের দলে বেশ কিছু চমক রেখেছে পাকিস্তান। দলে ডাক পেয়েছেন ইমরান বাট।


পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ রান করার সুবাদে দলে ডাক পেয়েছেন তিনি। এ ছাড়াও দলে ফিরেছেন আবিদ আলী, আজহার আলী, ফাওয়াদ আলম, হারিস সোহেল, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, শান মাসুদ, সোহেল খান ও ইয়াসির শাহ।


প্রথম টেস্টে পাকিস্তানের দল: মোহাম্মদ রিজওয়ান, আবিদ আলী, আজহার আলী, ফাওয়াদ আলম, হারিস সোহেল, ইমরান বাট, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, সরফরাজ আহমেদ, শাদাব খান, শাহীন আফ্রিদি, শান মাসুদ, সোহেল খান ও ইয়াসির শাহ।

ads

Our Facebook Page